দেবাশীষ সরকার তমাল
তথ্য ও গবেষণা সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
দেবাশীষ সরকার তমাল জন্ম ২৪ শে, ডিসেম্বর, ২০০০ টাংগাইল সদর উপজেলার ভাতকুড়া গ্রামে। আনুহলা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. ও শাহীন কলেজ থেকে এইচ.এস.সি. পাস করে বর্তমানে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এ সফটওয়্যার প্রকৌশল বিভাগে ৪র্থ বর্ষে পড়ছেন।
গ্রাম পাঠাগার আন্দোলনে সাথে তিনি কাজ করছে এছাড়া কুসংস্কার আচ্ছন্ন সমাজকে আলোকিত করতে বাংলাদেশ জীববিঞ্জান অলিম্পিয়াডের তথ্য ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
২০২২ সালের ২২-২৪ ডিসেম্বরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তিনদিনব্যাপী আবাসিক পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে স্বরণিকা প্রকাশে সম্পাদনা পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পাঠাগার আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্যে গঠিত “সম্মিলিত পাঠাগার আন্দোলন” এর কেন্দ্রীয় কমিটিতে তাকে তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
এ ছাড়াও সম্মিলিত পাঠাগার আন্দোলনের ওয়েব সাইট তার নেতৃত্বেই র্নিমান করা হচ্ছে।