১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক : শামীম আকন্দ

শামীম আকন্দ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
সৃজন প্রত্যয়ে আন্দোলিত ও সক্রিয় একজন শিল্পী। বর্তমানে তিনি প্রতিকৃতি শিল্প নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। বহুপ্রজ এই শিল্পী একাধারে কবিতা, চিত্রশিল্প, চলচ্চিত্র নির্মাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তার স্বাক্ষর রেখে চলেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ এর সহসভাপতি ও সম্মিলিত পাঠাগার আন্দোলন এর বর্তমান কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক। একজন দাবাড়ু – দাবা সংগঠক, ‘‘সাদাকালো৬৪’’ নামে দাবা পত্রিকার সম্পাদক। ‘‘ঝুনঝুনি’’ শিশু সাহিত্য পত্রিকার সহ সম্পাদক। টাঙ্গাইল ফিল্ম সোসাইটি ও মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি। টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা’র সাংগঠনিক সম্পাদক।

‘‘আমি একা নই’’ নামে তার একটি পকেট কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০১৫ সালে। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘চিরকুট’’, ‘‘ছায়াভয়’’, ‘‘মাটির মানুষ’’, “তাড়া’’, এ্যানিমেশন ফিল্ম ‘‘পিংক ড্রপস’’ ও ডকুড্রামা‘‘ সায়হানের নানুবাড়ি’’।

তার জন্ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামে ১লা জানুয়ারি ১৯৭৯। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ১৯৯৪ সালে, ১৯৯৬ সালে মধুপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ২০০৪ এ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক হন, ২০০২-২০০৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এ কর্মরত আছেন।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সম্মেলনের মঞ্চসহ সকলপ্রকার প্রচার ও প্রকাশনার যাবতীয় শিল্পকাজ সুচারভাবে সম্পাদনা করেছেন তিনি। এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের লোগো ও পতাকায় ডিজাইনও গুণী শিল্পীর সৃজনশীল প্রয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *