মোঃ বেলাল হোসেন,
দপ্তর সম্পাদক
সম্মিলিত পাঠগার আন্দোলন
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর পল্লী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২২ শে আগষ্ট ১৯৮৩ ইং সালে জন্ম গ্রহণ করেন।
পিতা- মোঃ আজাদ হোসেন (পোস্ট মাস্টার) ও মাতা- মোছাঃ বিলকিছ বেগম গৃহিনী।
শিক্ষালাভঃ গ্রামের স্কুল থেকে ১৯৯৯ ইং সালে এস.এস.সি, ২০০৩ ইং সালে এ.টি.আই-গাইবান্ধা থেকে কৃষি ডিপ্লোমা এবং পরবর্তীতে বি.এ পাশ করেন।
কর্মক্ষেত্রঃ লেখা-পড়া শেষে একটি এনজিওতে এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে চাকুরী করেন। ২০১০ ইং সালে ব্যবসার পাশি-পাশি ছান্দিয়াপুর ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তা এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি শিক্ষক হিসাবে ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন ।
অধ্যয়নরত অবস্থায় নিজ বাড়ীতে পারিবারিক পাঠাগার গড়ে তোলেন। পরবর্তীতে পাঠাগারটি পাঠকপ্রিয় করতে ২০১৬ ইং সালে ছান্দিয়াপুর বাজারে একটি ভাড়া কৃত রুমে প্রাতিষ্ঠানিক ভাবে অত্র এলাকার তরুন যুবকদের নিয়ে “সুলতানা রাজিয়া পাঠাগার” প্রতিষ্ঠা করেন। সারাদেশে পাঠাগার আন্দোলন এর বিস্তার এবং যুব সমাজের অবক্ষয় রোধে ও বই মুখী করতে সেলুনে-সেলুনে পাঠাগার প্রতিষ্ঠা করেন। যা সারা দেশে পাঠাগার বিস্তারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে সুলতানা রাজিয়া পাঠাগার এর সহযোগীতায় ১৬ টি সেলুনে-সেলুন পাঠাগার প্রতিষ্ঠা করেন।
অন্যান্য সংগঠনের সাথে সম্পৃক্ততাঃ প্যানেল চেয়ারম্যান রসুলপুর ইউনিয়ন পরিষদ, Senior Vice President- (VSO) volunteering standards and voluntarism Gaibandha District, পাঠাগার বিষয়ক সম্পাদক প্রেস ক্লাব সাদুল্লাপুর, গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর রসুলপুর ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন সাদুল্লাপুর উপজেলা শাখা, সহ-সভাপতি ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
পাঠাগার আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সর্ব সম্মতিক্রমে মোঃ বেলাল হোসেনকে দপ্তর সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়।
স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার স্থাপনের।