৭. সাংগঠনিক সম্পাদক : রহমান রায়হান

রহমান রায়হান,সাংগঠনিক সম্পাদক,সম্মিলিত পাঠাগার আন্দোলনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

রহমান রায়হান
সাংগঠনিক সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন

রহমান রায়হান

মা, মাটি, মাতৃভূমি, মাতৃভাষা, মানবতা, মানবাধিকার ও মুক্তির যুদ্ধ বাঙালি জাতির অণু-পরমাণুর সাথে একাকার হয়ে মিশে আছে এই চিরন্তনী শ্বাশত বোধকে বুকে ধারণ করে মুক্ত চিন্তার মুক্ত প্রকাশ মুক্ত চেতনার মুক্ত বিকাশের মধ্যদিয়ে মুক্ত মানুষের মুক্ত ধারায় মুক্ত সংস্কৃতির মধ্যদিয়ে মুক্ত সমাজ বিনির্মানে মুক্ত দর্শন নিয়ে কাজ করেন অমর একুশে ও মহান মুক্তিযুদ্ধের সরাসরি এই পরম্পরা প্রজন্ম।

১৯৮০ সালের ২৯ ফেব্রুয়ারি লিপইয়ারে জন্মগ্রহণ করেন নওগাঁ জেলা সদরের উকিলপাড়ায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক শিক্ষা গ্রহণ করেছেন সফলতার সাথে। মেধাবী এই সংগঠক যোগ্যতা এবং নানা ধরনের কোঠায় সুযোগ থাকার পরও কোনো সরকারি চাকুরিতে নিজেকে নিয়োজিত করেননি কখনো। কিছু সময় একটি জাতীয় পাক্ষিকে সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি ঢাকায়। ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনার হিসেবে ডিপ্লোমা করেছেন তিনি। স্বেচ্ছায় ছবি অংকন প্রতিষ্ঠান পরিচালনা করেছেন অবৈতনিকভাবে দীর্ঘসময়। বটতলা নাট্যদল, সংস্কৃতিমঞ্চসহ প্রগতিকামী নানা সংগঠনের কাজ করেছেন।

মাত্র ৩৫ বছর বয়সে বৈষয়িক ভাবনা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে স্বেচ্ছায় সাংস্কৃতিক চর্চায় সার্বক্ষণিকভাবে নিজেকে নিয়োজিত করছেন রাজধানীর বাইরে বিকেন্দ্রীকরণ লড়াইয়ে অংশ হিসেবে নিজ জেলায় নওগাঁয়।
দীর্ঘ ৫দশক পর শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের আদর্শকে তৃণমূলের গণমানুষের মাঝে সাংস্কৃতিক আন্দোলনে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কাজ শুরু করেন গত এক দশক ধরে।
প্রাণ-প্রকৃতি-পরিবেশ,বিজ্ঞান, কৃষি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ধারায় গণমানুষের জন্য আন্দোলন কেন্দ্রীক চর্চার জন্য একে একে জহির রায়হান চলচ্চিত্র সংসদ, ছবিরহাট চারুকলা পরিবার, বাউলবাড়ী নওগাঁ, নাট্যশৈলী নওগাঁ, কবিতাকুঞ্জ নওগাঁ, বৃক্ষাশ্রম নওগাঁ, বিজ্ঞানানন্দ নওগাঁ, নগর কৃষি নাগরিক চাষি, বিদ্যাঝুড়ি গণ পাঠাগার প্রকল্প, প্রাণের আড্ডা জ্ঞানের আড্ডা, একুশ ও একাত্তর স্বতন্ত্র সংগঠন প্রতিষ্ঠাসহ গড়ে তুলেছেনে জহির রায়হান নওগাঁ ট্রাস্টের অধীনে।
তার শিল্পভাবনায় ও পরিকল্পনায় বাংলাদেশের প্রথম ও একমাত্র জহির রায়হানের আবক্ষ ভাস্কর্য স্হাপন করেছেন নওগাঁতে। শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের দুই পরিবারের স্ত্রী ও সন্তানদের মাঝে সেতুবন্ধনসহ নব উদ্যমে কর্ম উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রেখেছেন তিনি। সারাদেশে অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যে ২০২০ সালে জহির রায়হান চলচ্চিত্র সংসদ কেন্দ্রীয় কমিটি গঠনে ভূমিকা রাখেন। প্রতিষ্ঠাকাল থেকে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে তিনি। বিজ্ঞানী অধ্যাপক ড. আলী আসগর পর্ষদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের রাজশাহী বিভাগীয় সংগঠক কাজ করছেন দীর্ঘ সময় ধরে।

বিকল্প সৃজনশীল জ্ঞানচর্চা মুক্তশিক্ষা গ্রহণের মাধ্যম তার মূল শক্তি।

মুক্ত স্বদেশের স্বপ্নে ছবির মতো বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছবি আঁকেন, কবিতাসহ প্রবন্ধ লেখেন মাঝে মধ্যে। কুষ্টিয়ায় নির্মিত লালন সাঁইজী নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র ও নওগাঁর প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার নিয়ে “শতবর্ষী মহীরুহ” প্রামাণ্যচিত্র। “মুক্তিশ্রমযোদ্ধা” নামে চলচ্চিত্র নির্মাণের কাজ প্রাথমিক পর্যায়ে। একুশ ও একাত্তর বিষয় নিয়ে সৃজনশীল গবেষণা করছেন।

শৈশব ও কৈশোরের প্রায় ১যুগ কেটেছে প্রগতিশীল ছাত্র রাজনীতির নেতৃত্ব প্রদানের মধ্যদিয়ে এরপর প্রায় ১যুগ শিশু কিশোর আন্দোলনে নিজেকে নিয়োজিত করছেন তিনি। কেন্দ্রীয় খেলাঘর আসরের দুইবারের কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ আন্দোলনে মূখ্য ভূমিকা রাখেন শুরু থেকেই। শহীদ রুমী স্কোয়াডের এই সংগঠক। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিষ্ঠাকালীন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন তিনি। দেশমৃত্তিকা সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কও তিনি।

ব্যক্তিগত জীবনে স্ত্রী গৃহিণী ও একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ণ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

গ্রাম পাঠাগার আন্দোলনের সূচনা লগ্ন থেকে সঙ্গে আছেন এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *