বাবুল মৃধা
সহ সাধারণ সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
মোঃ বাবুল মৃধা, সভাপতি, আলোর ফেরী পাঠাগার, জন্ম পটুয়াখালী জেলায়। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। সফটওয়্যার নির্মাণে তার ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আলোর ফেরী লিমিটেডের সিইও হিসেবে কর্মরত আছেন।
তিনি নিজ এলাকায় আলোর ফেরী পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে গবেষনা করে প্রযুক্তিভিত্তিক পাঠাগার ব্যবস্থাপনার জন্য উদ্ভাবন করেছেন “আলোর ফেরী ” অ্যাপ, যার মাধ্যমে যেকোনো পাঠাগার খুব সহজেই ব্যবস্থাপনা করা যায়। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশর বিভিন্ন প্রান্ত থেকে ১৭০ এর অধিক পাঠাগার একটি নেটওয়ার্কে যুক্ত হয়েছে এবং পাঠাগারগুলো ধীরে ধীরে তাদের পাঠাগার ডিজিটালাইজেশন কার্যক্রম সম্প্রসারিত করে যাচ্ছে।
এছাড়াও গত আট বছর যাবৎ প্রযুক্তিভিত্তিক আলোর ফেরী পাঠাগারের মাধ্যমে নিজ এলাকায় এবং আশে-পাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সুনামের সাথে নিয়মিত বই পাঠসেবা দিয়ে আসছে।
তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে পেয়েছেন গুণীজন সম্মাননা।