‘পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়’ স্লোগানের সংগঠন ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’ এর নবগঠিত কেন্দ্রীয় পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয়েছে৷
আজ ১২ই মে, ২০২৩, শুক্রবার, বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকায় সম্মিলিত পাঠাগার আন্দোলন এর কেন্দ্রীয় পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মন্ডলীসহ পাঠাগার সুহৃদগণের উপস্থিতিতে এ অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে শপথবাক্য পাঠ করান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত ওয়ালি-উর রহমান।
সম্মিলিত পাঠাগার আন্দোলন এর সভাপতি আবদুস ছাত্তার খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পাঠাগার সুহৃদ ও সম্মিলিত পাঠাগার আন্দোলন এর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম খান, কবি সৈকত হাবিব, খান মাহবুব, ড. সেলু বাসিত, বিশিষ্ট চলচ্চিত্রকার মসীহউদ্দিন শাকের ও রেজিনা ইসলাম।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিচিতি পর্বে কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে পরিচিত করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার তার স্বাগত বক্তব্যে বলেন-”বিকশিত বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে বাংলাদেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত নিয়ে যাবে সম্মিলিত পাঠাগার আন্দোলন৷ চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগগুলো গ্রহণ করতে দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ আধুনিক সমাজ গঠনে ভূমিকা রাখবে এই সংগঠন। আমরা বিশ্বাস করি যে গণমানুষকে যে কোন কাজে প্রস্তুত করতে প্রাতিষ্ঠানিক চর্চা সাথে সংস্কৃতিগত অনুশীলন আবশ্যক৷ আমাদের সংগঠন সে বিষয়ে নিরন্তর কাজ করতে অঙ্গিকারবদ্ধ।’
সভাপতি আব্দুস ছাত্তার খান বলেন, “সমষ্টির মুক্তির ভেতর দিয়ে ব্যক্তির মুক্তি আসবে। সম্মিলিত মানুষই ইতিহাস নির্মাণ করে। বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার নির্মিত হবে এ প্রত্যাশা নিয়ে সম্মিলিত পাঠাগার আন্দোলন কাজ করে যাবে।
প্রধান অতিথি কূটনীতিক ওয়ালি-উর রহমান বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আমরা যারা দেশের জন্য দাঁড়িয়ে ছিলাম তাঁদের অনেকের জীবনে পাঠাগারের একটি প্রভাব ছিল। আমার নিজের গ্রামের পাঠাগারটিও আমাদের তিন ভাইকে ব্যাপক ভাবে উদ্বুদ্ধ করেছে। আমি চাই সম্মিলিত পাঠাগার আন্দোলনের মাধ্যমে সারা দেশে এমন পাঠাগার গড়ে উঠুক।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, দুর্নীতি, অপশাসন ও অন্যায়ের বিরুদ্ধে মেরুদন্ড সম্পন্ন মানুষ তৈরীর জন্য পাঠাগার বিকল্পহীন। তাই রাষ্ট্রের স্বার্থে বলিষ্ঠ নাগরিক তৈরীর জন্য সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ভূমিকা অতি গুরুত্বপূর্ন।
সম্মিলিত পাঠাগার আন্দোলন এর কেন্দ্রীয় পরিষদ (২০২৩-২০২৫) এর শপথ গ্রহণ কারী সদস্যগন হলেন:
১. সভাপতি : আবদুস ছাত্তার খান
২. সহ-সভাপতি : মোহাম্মদ মোশারফ হোসেন
৩. সহ-সভাপতি : রাজেন্দ্র দেবনাথ
৪. সাধারণ সম্পাদক : জুলিয়াস সিজার তালুকদার
৫. সহ-সাধারণ সম্পাদক : মার্জিয়া লিপি
৬. সহ-সাধারণ সম্পাদক : বাবুল মৃধা
৭. সাংগঠনিক সম্পাদক : রহমান রায়হান
৮. দপ্তর সম্পাদক : মোঃ বেলাল হোসেন
৯. অর্থ সম্পাদক : মোঃ কামরুজ্জামান
১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক : শামীম আকন্দ
১১. তথ্য ও গবেষণা সম্পাদক : দেবাশীষ সরকার তমাল
১২. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নোমান বিবাগী
১৩. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আলমগীর মাসুদ
১৪. পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক : মেহেনাজ পারভীন
১৫. আন্তর্জাতিক সম্পাদক : রহমান রে (শাহরিয়ার)
১৬. আইন সম্পাদক : শ্যামল কান্তি সরকার
১৭. সমাজসেবা সম্পাদক : পলাশ কুমার রায়
১৮. কার্যনির্বাহী সদস্য : স্বপ্নরাজ
১৯. কার্যনির্বাহী সদস্য : দীপংকর বৈরাগী
২০. কার্যনির্বাহী সদস্য : অরুণোদয় চাকমা (এডিসন)
২১. কার্যনির্বাহী সদস্য : শিবলী হাওলাদার