২০. কার্যনির্বাহী সদস্য : অরুণোদয় চাকমা (এডিসন)

অরুণোদয় চাকমা(এডিসন),কার্যনির্বাহী সদস্য,সম্মিলিত পাঠাগার আন্দোলনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

অরুণোদয় চাকমা, ডাকনাম এডিসন | জন্ম ভারতের ত্রিপুরা রাজ্যের পঞ্চরাম শরণার্থী শিবিরে ১৯৮৮ সালের ২৭ এপ্রিলের এক সকালবেলা | সূর্য উঠার সময় জন্ম বলে নাম রাখা হয় অরুণোদয় | ১৯৯৭ এর পার্বত্য শান্তি চুক্তির আওতায় ১৯৯৪ সালে খাগড়াছড়ি জেলার, দিঘীনালা উপজেলার বড়াদম গ্রামে প্রত্যাবর্তন | প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা গ্রামের স্কুলেই | এরপরে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা শেষ করে ২০০৯ সালে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবনে পদার্পন |
নিজে স্বনির্ভর হওয়ার এবং এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে ২০১৩ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে ছাগলের খামার এবং ব্যক্তিগত উদ্যোগে “Thinker’s Library-ভ্রাম্যমাণ” নামে একটি পাঠাগারের যাত্রা শুরু হয় ২০১৭ সালের মার্চ মাসে | পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি করা এক্টিভিস্ট ও ব্লগারদের সংগঠন “হিল ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম” এর একজন সদস্য হিসেবে সক্রিয় ছিলেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত |
বর্তমানে আমান গ্রুপে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে “মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং” বিষয়ে অধ্যয়নরত |

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *