দীপংকর বৈরাগী
কার্যনির্বাহী সদস্য
সম্মিলিত পাঠাগার আন্দোলন
দীপংকর বৈরাগী । জন্ম সুন্দরবন তীরবর্তী খুলনা জেলার কয়রা উপজেলার তালবাড়িয়া গ্রামে । চান্নিরচক এল সি হাই স্কুল থেকে এস এস সি, খুলনা আর্ট কলেজ থেকে প্রি-বিএফ এ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকাস্থ হাকীম সাইদ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডি ইউ এম এস কোর্স সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে শব্দমংগল (শব্দ চর্চা বিষয়ক) ছোট কাগজের সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী নৃত্যপালার নির্দেশনা, গ্রীন ক্যাম্পাস, ফলদ বাংলাদেশর একজন সংগঠক হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেয়ে দেশীয় ফলের উপকারিতা সহ বাড়িতে বাড়িতে যেয়ে ফলদ বৃক্ষ লাগিয়ে মানুষকে আগ্রহী করে তুলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ফ্লিম সোসাইটি সহ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০২০ সালে নিজ গ্রামের তরুণদের নিয়ে প্রতিষ্ঠা করেন তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগার।
পড়া-লেখা শেষে দৈনিক সমকালে সমকালীন চিত্রকলা প্রদর্শনী নিয়ে লেখালেখি শুরু পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। তাছাড়া ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের খুলনা বিভাগের দায়িত্ব এবং হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে নেভী এংকরেজ স্কুল এন্ড কলেজে কর্মরত রয়েছেন।
সুন্দরবন তীরবর্তী গ্রামে গ্রামে ঘুরে লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন -লোককথা, লোকভাষা, পুথি সংগ্রহ করে চলেছেন। সুন্দরবন তীরবর্তী কয়রার লোকসংস্কৃতি নিয়ে তার প্রথম গ্রন্থের কাজ সসমাপ্তির পথে। এছাড়া সুন্দরবনের লোকগান সংগ্রহের কাজ চলমান রয়েছে। সুন্দরবনের লোকসংস্কৃতি নিয়ে গবেষণার জন্য লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।
স্বপ্ন দেখেন নতুন প্রজন্মকে পাঠাগার মুখি ও বই পড়ায় উদ্বুদ্ধ করে আমাদের লোকসংস্কৃতির সাথে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরি করা ।