স্বপ্নরাজ
কার্যনির্বাহী সদস্য
সম্মিলিত পাঠাগার আন্দোলন
স্বপ্নরাজ
বাবা: লুৎফুর রহমান
মা: রোকিয়া বেগম
পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় স্বপ্নরাজ।
২০১৬ সালে বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী বই পড়ার মাধ্যমে পাঠ্যবইয়ের বাহিরের জগতের সাথে পরিচয়।
স্বপ্নরাজ দশম শ্রেণিতে পড়াকালীন তার সহপাঠীদের নিয়ে ০১/০১/২০১৮ সালে
প্রতিষ্ঠা করেন স্বপ্নরাজ বুক ক্লাব। যেখান থেকে বর্তমান আশেপাশের গ্রামসহ অসংখ্য পাঠক বই পড়ে থাকেন।
স্বপ্নরাজ এসএসসি পাস করেন ২০১৮ সালে।
২০১৮ সালের অক্টোবরে কর্মের সন্ধানে পারি জমান বিদেশে।
৩ এপ্রিল ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্বপ্নরাজ শুরু করেন বাই সাইকেল করে ৬৪ জেলায় বই পড়ার আন্দোলন কর্মসূচি।
শেষ করেন ২০ এপ্রিল ২০২৩ সালে। দীর্ঘ ১ বছরে মোট ৭ মাস ৪ দিন বাই সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করার মাধ্যমে বই পড়ার গণসচেতনতা বৃদ্ধিতে বই পড়ার আন্দোলন করে থাকেন ৬৪ জেলার স্কুল/কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি বেসরকারি বিভিন্ন পাঠাগারগুলো তে।
২০২২ সালের ২২,২৩ ও ২৪ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’ আয়োজিত ‘পাঠাগার সম্মেলন-২০২২’ এর ভলান্টিয়ার হিসাবে মাঠপর্যায়ে কাজ করেন।
তাঁর স্বপ্ন বাংলাদেশের প্রতি গ্রামে গ্রামে বাই সাইকেল নিয়ে ঘুরতে যাবেন। মানুষজনকে পাঠাগার স্থাপনে উৎসাহিত করবেন।