এড. শ্যামল কান্তি সরকার
আইন সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
শ্যামল কান্তি সরকার, আইনজীবী, ঢাকা জজ কোর্ট। জন্ম ০৭.০৩.১৯৮২ খ্রিস্টাব্দ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামে। বেড়ে ওঠা মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন থেকে মানবিক বিভাগে এস এস সি, ঢাকা কলেজ থেকে এইচ এস সি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং নর্দান ইউনির্ভাসিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাগত ব্যক্তিগত কাজের বাইরে বাংলাদেশ সরকারের আইনগত সহায়তা কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের প্যানেল ভূক্ত আইনজীবী হিসেবে কাজ করেন। জেস. আই. খান এন্ড এসোসিয়েটস এ যুক্ত আছেন।
প্রকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত সংগঠন “অভয়ারণ্য ন্যাচার কনজারভেশন ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি। দেশ জুড়ে মূলত দেশিয় প্রজাতির বিলুপ্তপ্রায় বৃক্ষ চারা রোপণের কার্যক্রম পরিচালনা করছেন ২০১৩ খ্রিস্টাব্দ থেকে। যুক্ত আছেন “বাংলাদেশ বার্ড ক্লাব” এবং “শিক্ষা গবেষণা কল্যান কেন্দ্র” নামক শিক্ষা ক্ষেত্রের গুনগত মান উন্নয়েনে সচেষ্ট সংগঠনের সাথে। সম্প্রতি মাদারীপুর জেলার শিবচর থানায় “আনন্দপাঠ গণগ্রন্থাগার” প্রতিষ্ঠা করে এর সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া ভালোবাসেন ঘুরতে, বই পড়তে, সিনেমা দেখতে, গান গাইতে এবং শুনতে আর আড্ডা দিতে।