আলমগীর মাসুদ
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
আলমগীর মাসুদ। সম্পাদক, গল্পকার, সংগঠক। ফেনী জেলার পরশুরাম উপজেলাধীন দক্ষিণ ত্রিপুরা সীমান্তবর্তী বিলোনিয়া (মোস্তফা সওদাগর বাড়ি) ১৯৮৭ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন।
পিতা মরহুম মোহাম্মদ মোস্তফা, মাতা নাছিমা বেগম। ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম। নিজ শহরে বেড়ে ওঠা। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সময় দেশের নানাস্থানে ঘুরে বেড়িয়েছেন আপনমনে। আর নিজ বাড়ি সীমান্তবর্তী হওয়ায় ভারতের বাংলা ভাষাভাষি অঙ্গরাজ্য ত্রিপুরাকে চষে বেড়িয়েছেন বেশ ভালো করে।
২০০৮ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে তাঁর লেখালেখি শুরু। ২০১৫ সাল থেকে সম্পাদনা করেন শিল্প সাহিত্যের ত্রৈমাসিক ‘ভাটিয়াল’। ২০১৬ সাল থেকে সমাজকর্মী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেন। বিশ্ব মহামারি করোনায় সর্বসময় কাজ করে বোদ্ধামহল থেকে শুভেচ্ছা ও প্রশংসা লাভ করেন। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ‘ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার’।
লেখালেখি, সম্পাদনা ও সামাজিক কাজে ভূমিকা রাখায় বাংলাদেশ ও ভারতের আগরতলা থেকে তিনি বেশকিছু সম্মাননা-পুরস্কার লাভ করেন। বর্তমানে বাংলাদেশের জেলা শহর ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনী’তে বিভাগীয় সম্পাদক হিসেবে কর্মরত। পাঠাগার আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন’র ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সর্ব সম্মতিক্রমে আলমগীর মাসুদকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
তাঁর স্বপ্ন এবং কামনা, পিছিয়ে থাকা দেশের সকল সীমান্তবর্তী এলাকাগুলো একদিন শিক্ষা-সংস্কৃতিচর্চাসহ উন্নতি ও আধুনিক এলাকায় পরিপূর্ণ হবে।