নোমান বিবাগী
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
সম্মিলিত পাঠাগার আন্দোলন
নোমান বিবাগী। কবি ও সংগঠক। ১৯৮৭ সালের ১ জানুয়ারি পদ্মা বিধৌত ভাটিয়ালি গানের অঞ্চল ঢাকা জেলার দোহার থানার কাজির চর গ্রামে জন্ম গ্রহন করেন। সুতার পাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ থেকে এইচ এস সি এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডি এইচ এম এস কোর্স সম্পূর্ণ করেন। বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই লেখালিখি শুরু এবং বিদ্যালয়ের দেয়াল পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে সম্পাদনায় হাতেখড়ি। সম্পাদনা করেছেন ‘রূপান্তর’ নামে একটি সাহিত্য পত্রিকা। মূলত গানের জন্য কবিতা লিখেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু গান দেশে বিদেশে কোটি শ্রোতার মন জয় করেছে। প্রকৃতি ও পাখি তার ভালোবাসার বিষয়।
কলেজে পড়াকালীন সময়ে জড়িত হোন প্রগতিশীল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। তিনি ‘উজান গণগ্রন্থাগার’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ‘ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ’ দোহার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০২২ সালের ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে ‘সম্মেলিত পাঠাগার আন্দোলন’ আয়োজিত ‘পাঠাগার সম্মেলন-২০২২’ এর আয়োজক পরিষদের প্রচার ও প্রকাশানা উপকমিটিতে দায়িত্ব পালন করেন। পাঠাগার আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে ‘সম্মেলিত পাঠাগার আন্দোলন’র কেন্দ্রীয় কমিটির সর্ব সম্মতিক্রমে নোমান বিবাগীকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।