১৪. পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক : মেহেনাজ পারভীন

মেহেনাজ পারভীন,পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক,সম্মিলিত পাঠাগার আন্দোলনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

[15:20, 10/23/2023] mdraju151046@gmail.com: প্রকৃতিপ্রেমি ও মানবতাবাদী কবি, কথাসাহিত্যিক, গল্পকার, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক- মেহেনাজ পারভীন, ডাক নাম: মেঘলা। ১৯৮৫ সালের ২১জানুয়ারি রংপুর জেলার বদরগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত দিনাজপুর সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-২০২২, সেরা কন্টেন্ট নির্মাতা, দিনাজপুর জেলার জেলা অ্যাম্বাসেডর। লেখক বর্তমানে দিনাজপুরের ছোটগুড়গোলায় একমাত্র কন্যা আফসারা মালিহা শৈলী ও স্বামী আব্দুল্লাহ হিল সাঈদের সাথে বসবাস করেন।

তিনি সমাজ বিজ্ঞানে ষষ্ঠ স্থানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এল এল. বি ডিগ্রি, বি.এড ও ডিএইচএমএস-এ ৯ম স্থান অর্জন করেন। তিনি উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন, একজন স্কাউটার, বাংলাদেশ স্কাউটস এর এডাল্ট লিডার। ৩২তম এশিয়া-প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২০, হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২১, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে
গুজরাট সাহিত্য একাডেমি পুরস্কার-২০২১, ২০২২ অর্জন করেন।

বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। তার কবিতা বিশ্বের একুশটি ভাষায় অনূদিত হয়েছে এবং কবিতার সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৫৯নং সদস্য। ছাত্রাবস্থায় ২০০৬, ২০১০সালে দুবার বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের কাছ থেকে পুরস্কার নিয়েছেন। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বাংলাদেশের সাহিত্য আড্ডায় বহুমুখী সংবর্ধনা পেয়েছেন। ইংরেজিতে কবিতা রচনা করেও বিশ্বের বিভিন্ন সাহিত্য ফোরাম থেকে অনেক সনদপত্র ও সম্মাননা পেয়েছেন।

প্রকাশিত গ্রন্থ: একটুখানি রোদ্দুর (উপন্যাস)
কে যেন আমায় ডাকে (উপন্যাস)
দরজার ওপাশে (উপন্যাস)
হানিমুনের অ্যালবাম (ছোটগল্প)
অপলক চোখে এখনো তাকিয়ে(গল্প গ্রন্থ)
এভাবেই পাশে থেকো(কাব্যগ্রন্থ)
ভালোবাসার কুঁড়েঘর(কাব্যগ্রন্থ)
এক ব্যালকনি প্রেম (কাব্যগ্রন্থ)
শিশুর চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ (ছড়া গ্রন্থ)
ট্যাক্সেরহাট গণহত্যা (গবেষণা গ্রন্থ)
“একাত্তরের নারী নির্যাতনের চালচিত্র: প্রেক্ষিত দিনাজপুর সদর উপজেলা”(গবেষণা প্রবন্ধ)
“কীর্তিমানদের জীবন ও কর্ম:দিনাজপুর সিটি”-(গবেষণা প্রবন্ধ)
নীল সময়ের আল্পনা( কবিতার বই সম্পাদনা করেছেন)
তিনি দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও গল্প লিখে আসছেন।

তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর দিনাজপুর জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নম্বর: ১৩২৭৬, এই সংগঠন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ২০১৪ সালে “গ্লোরিয়াস লাইব্রেরি” নামে পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি। পাঠাগার আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্যে গঠিত “সম্মিলিত পাঠাগার আন্দোলন”-এর কেন্দ্রীয় কমিটিতে পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক মনোনীত হয়েছেন।

ইমেইল:mahanajparvin785@gmail.com
মোবাইল:01717289785
[15:21, 10/23/2023] +880 1849-126776: ok

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *