Skip to content
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) নীতিমালা ও স্মার্ট বাংলাদেশ গড়তে “ভিশন ২০৪১” এবং ৪র্থ শিল্প বিপ্লবকে এগিয়ে নিতে যৌক্তিকভাবে পাঠাগার সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা।
- জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ১৭টি বিষয়ে (২০২০-২০৩০) উদ্বুদ্ধকরণসহ বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পরিচালনা করা।
- দেশের পাঠাগারসমূহকে গণমানুষের জন্য সহশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
- পাঠাগার আন্দোলন বিকাশে রাষ্ট্র বা সরকার, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সাধন করে কাজ করা।
- পাঠাগারসমূহকে পর্যায়ক্রমে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সমাজসেবা ও সাহিত্য নির্ভর মিলনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করা।
- বিভিন্ন পেশাজীবীদের (যেমন- গার্মেন্টস কর্মী, কৃষক, পরিবহন চালক-শ্রমিক, চা বাগান শ্রমিক,দর্জি, জেলে, কলকারখানার শ্রমিক প্রভৃতি) পেশাগত দক্ষতা বৃদ্ধি, আত্মিক বিকাশ, আর্থ-সামাজিক সমৃদ্ধির জন্য বিশেষায়িত পাঠাগার স্থাপন করা।
- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে একীভূত করতে পাঠাগার আন্দোলনের মাধ্যমে কাজ করা।